📰 দৈনিক আশুলিয়া
প্রকাশকাল: রবিবার, ২৭ জুলাই ২০২৫
প্রধান সংবাদ
📍 নিজস্ব প্রতিবেদক:
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বহনকারী বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে শনিবার রাত ৯টা ১০ মিনিটে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
হাসপাতাল পরিদর্শনের সময় ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসিরউদ্দিন তাকে দুর্ঘটনার সার্বিক বিবরণ দেন এবং বর্তমানে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানান।
পরিচালক জানান, দগ্ধদের চিকিৎসায় মাল্টিডিসিপ্লিনারি কনসালটেশন বোর্ড গঠন করা হয়েছে এবং আন্তর্জাতিক প্রটোকল অনুসারে চিকিৎসা পরিচালিত হচ্ছে। বাংলাদেশি চিকিৎসকদের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ-ও নেওয়া হচ্ছে।
বর্তমানে ইনস্টিটিউটে ভর্তি রোগীদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক (ক্রিটিক্যাল), ৯ জন গুরুতর (সিভিয়ার) এবং ২৩ জন মাঝারি (ইন্টারমিডিয়েট) পর্যায়ের বলে জানানো হয়। তবে সময়ের সঙ্গে রোগীদের শারীরিক অবস্থায় পরিবর্তন হতে পারে বলে জানান পরিচালক।
প্রধান উপদেষ্টা চিকিৎসা সরঞ্জাম বা ওষুধের কোনো ঘাটতি আছে কিনা জানতে চাইলে পরিচালক জানান, “সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করা হয়েছে। কিছু বিশেষ যন্ত্রপাতি সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসকরা সঙ্গে করে এনেছেন।”
বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান বলেন, দুর্ঘটনার পর আহতদের প্রথমে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়, এরপর দ্রুত বার্ন ইনস্টিটিউট ও সিএমএইচ-এ স্থানান্তর করা হয়। তবে অ্যাম্বুলেন্স স্বল্পতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল বলে জানান তিনি।
তিনি আরও বলেন, রোগী স্থানান্তর, ডিএনএ পরীক্ষার প্রয়োজনীয়তা এবং বিভিন্ন হাসপাতালে বিভক্তভাবে রোগী পাঠানোর কারণে হতাহতের প্রকৃত সংখ্যা নির্ধারণে প্রাথমিকভাবে কিছু বিভ্রান্তি তৈরি হয়।
প্রধান উপদেষ্টা এসব সমস্যার দ্রুত সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরির নির্দেশ দেন এবং তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একইসাথে, দগ্ধদের ও তাদের পরিবারের মানসিক পুনর্বাসনের জন্য ট্রমা কাউন্সেলিংয়ের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
এছাড়াও, হাসপাতালে অবস্থানরত রোগীদের স্বজনদের প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।
প্রধান উপদেষ্টা বলেন, "রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে আমরা আন্তরিক এবং দৃঢ় প্রতিজ্ঞ।"
তিনি চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ সকল সংশ্লিষ্টকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিদেশ থেকে যেসব চিকিৎসক ও সহযোগীরা দুর্ঘটনার পর পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
হাসপাতাল পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম-ও উপস্থিত ছিলেন।
📷 ছবি: সংগৃহীত
📞 যোগাযোগ: news@dainikashulia.com
🌐 আরও খবর পড়ুন: www.dainikashulia.com
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.