📰 দৈনিক আশুলিয়া
📅 সোমবার, ২৮ জুলাই ২০২৫
📍 প্রচ্ছদ সংবাদ
🖊️ নিজস্ব প্রতিবেদক, জামালপুর থেকে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কারও ধর্মীয় উপাসনালয় পাহারা দিতে হবে না। চাই একটি সমান অধিকারভিত্তিক, বৈষম্যহীন মানবিক রাষ্ট্র, যেখানে প্রতিটি নাগরিক মর্যাদার সঙ্গে বাস করতে পারবে।”
রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জামালপুর শহরের ঐতিহ্যবাহী ৩০০ বছরের পুরোনো দয়াময়ী মন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ।
নাহিদ ইসলাম বলেন, “জাতীয় নাগরিক পার্টি সব ধর্ম, বর্ণ, জাতি ও বয়সের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। একটি প্রগতিশীল ও মানবিক বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, বাংলাদেশে আর যেন মন্দির পাহারা দেওয়ার ঘটনা না ঘটে। আমাদের মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় সকলে যেন নিরাপদে ও নির্বিঘ্নে প্রার্থনা করতে পারেন—সেটাই হবে আমাদের রাষ্ট্রের চেতনা।”
তিনি বলেন, “এই মন্দির শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি বাংলার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। প্রায় তিন শতাব্দী ধরে দয়াময়ী মন্দির এলাকায় ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য প্রবাহমান। আমাদের দল এটি শ্রদ্ধার সঙ্গে দেখে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “গত ৫৪ বছরে আমরা মুক্তিযুদ্ধের মূল চেতনা—সমতা, ন্যায়বিচার, মর্যাদা—পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারিনি। কিন্তু আজকের তরুণ প্রজন্ম একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। তারা চায় বৈষম্যহীন রাষ্ট্র, সবার সমান অধিকার। সেই স্বপ্ন বাস্তবায়নে এনসিপি কাজ করছে। আমরা জনগণের দোয়া ও আশীর্বাদ চাই।”
নাহিদ ইসলাম বলেন, “এনসিপি তরুণদের দল হলেও এখানে সব বয়সের, সব ধর্ম-বর্ণের মানুষ আছেন। আমাদের দলে নারী-পুরুষ সকলে সমান সুযোগ পান। আমরা গণতন্ত্র, মানবাধিকার এবং সত্যের পক্ষে কথা বলি এবং বলবো।”
এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান, জাতীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল, সংগঠক মোসাদ্দেকুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্দির পরিদর্শনের আগে এনসিপির নেতারা জামালপুরের পীর হযরত শাহ জামাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।
📌 সম্পাদনা: দৈনিক আশুলিয়া ডেস্ক
📞 যোগাযোগ: news@dainikaushulia.com
🌐 www.dainikaushulia.com
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.