📰 দৈনিক আশুলিয়া
🌐 www.dainikashulia.com
📅 সোমবার, ২৮ জুলাই ২০২৫ | বর্ষ: ১, সংখ্যা: ২১০
বাড়িঘর ও দোকানপাট পানিতে তলিয়ে গিয়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তার আবেদন প্রশাসনের কাছে
আশুলিয়া প্রতিনিধি:
সাভারের আশুলিয়া থানাধীন জামগরা, নয়াবাড়ি, কুরগাঁও, বেরন, চাঁনপাড়া ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টার টানা বর্ষণে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। পানিতে তলিয়ে গেছে শতাধিক বাড়ি ও দোকানপাট। বাসাবাড়ির আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী ও বিভিন্ন ব্যবসায়িক মালামাল পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এতে এলাকাবাসীর ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় কোটি টাকার মতো।
টানা বৃষ্টির কারণে এলাকার অধিকাংশ ড্রেন ও নালা পানি নিষ্কাশনে ব্যর্থ হয়। জমে থাকা বৃষ্টির পানি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে করে নিচু এলাকাগুলোর বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন:
“ঘুম থেকে উঠে দেখি ঘরের ভেতরে হাঁটু পানি। সব মালামাল একেবারে পানিতে ভিজে গেছে, কিছুই বাঁচাতে পারিনি।”
ব্যবসায়ী মো. ফিরোজ মিয়া বলেন:
“গোডাউনে কয়েক লাখ টাকার মাল ছিল, এক রাতেই সব শেষ। সরকারের কাছে অনুরোধ—আমাদের পাশে দাঁড়ান।”
প্রত্যক্ষদর্শীরা জানান, শুধু বাসাবাড়ি নয়, আশুলিয়ার কয়েকটি বিদ্যালয়, ওয়ার্কশপ, গার্মেন্টস কারখানাও পানির নিচে। অনেক পরিবার এখন আশ্রয় নিয়েছেন আত্মীয়দের বাসায় কিংবা স্থানীয় স্কুল ভবনে।
অভিযোগ রয়েছে, এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হয়নি। অপরিকল্পিতভাবে রাস্তা উঁচু করায় পানি নিচু জায়গায় জমে থেকে যায়।
সমাজকর্মী রুহুল আমিন সরকার বলেন:
“প্রতি বর্ষায় আমরা একই সমস্যার মধ্যে পড়ি। দীর্ঘমেয়াদি সমাধান ছাড়া এই সমস্যা চলতেই থাকবে।”
ক্ষতিগ্রস্ত মানুষজন আশুলিয়া থানা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতি জরুরি সহায়তা প্রদানের অনুরোধ জানিয়েছেন।
📢 আপনার এলাকার খবর আমাদের জানান:
📧 news@dainikashulia.com
📞 হটলাইন: ০১৭১২৩৪৫৬৭৮
✍️ প্রতিবেদনটি লিখেছেন:
কাজী আলামিন
সিনিয়র রিপোর্টার | দৈনিক আশুলিয়া
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.