📰 দৈনিক আশুলিয়া
সোমবার, ২৮ জুলাই ২০২৫ | ঢাকা | www.dainikashulia.com
নিজস্ব প্রতিবেদক
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতির ঘোষণা দিয়েছে সরকার। নির্বাচনের সময় মাঠে থাকবে ৬০ হাজার সেনাসদস্য। এছাড়া সেপ্টেম্বর মাস থেকেই প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত করা হবে দেড় লাখ পুলিশ সদস্যকে।
সোমবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, “আগামী জাতীয় নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই তিন মাসে দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের সময় দেশের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবে ৬০ হাজার সেনাসদস্য। একই সঙ্গে র্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করা হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে বিশ্লেষকরা বলছেন, এই প্রস্তুতি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ইঙ্গিত দেয়। তবে মাঠপর্যায়ে বাস্তবায়ন ও নিরপেক্ষতা বজায় রাখাই হবে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.