দৈনিক আশুলিয়া
🗓️ মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
📍 www.dainikashulia.com
আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক আশুলিয়া
গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে দেশটিরই দুই প্রভাবশালী মানবাধিকার সংস্থা বতসেলেম এবং ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস (PHR)। সোমবার এক যৌথ প্রতিবেদনে তারা দাবি করেছে, ইসরায়েল সরকার পরিকল্পিতভাবে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে এবং এর দায় শুধু ইসরায়েলের নয়, বরং পশ্চিমা মিত্ররাও এই অপরাধে সহায়তাকারী।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আক্রমণ নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধে রূপ নিয়েছে। শুধুমাত্র ফিলিস্তিনি পরিচয়ের কারণে হাজার হাজার বেসামরিক নারী, শিশু ও বৃদ্ধকে হত্যা করা হচ্ছে। বাস্তুচ্যুত করা হয়েছে লাখো মানুষকে, ধ্বংস করা হয়েছে হাসপাতাল, স্কুল ও ঘরবাড়ি—ফলে মৌলিক মানবাধিকার থেকেও বঞ্চিত হচ্ছে গাজাবাসী।
ইসরায়েলের শীর্ষ মানবাধিকার সংস্থা বতসেলেমের নির্বাহী পরিচালক ইউলি নোভাক বলেন,
‘আমরা যা প্রত্যক্ষ করছি তা স্পষ্ট—একটি জাতিগোষ্ঠীকে ধ্বংসের উদ্দেশ্যে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানো হচ্ছে। বিশ্ব সমাজ কীভাবে চুপ থাকতে পারে?’
তিনি আরও বলেন, এখনই জরুরি পদক্ষেপ নেওয়ার সময়। ‘প্রত্যেককে নিজেকে জিজ্ঞাসা করা উচিত—গণহত্যার মুখে আপনি কী করবেন?’
ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটসের পরিচালক গায় শালেভ বলেন,
‘জাতিসংঘের গণহত্যা কনভেনশনের ২(সি) অনুচ্ছেদ অনুযায়ী, কেবল স্বাস্থ্যব্যবস্থার ধ্বংসযজ্ঞই এই যুদ্ধকে গণহত্যায় পরিণত করেছে।’
তিনি জানান, ‘গণহত্যা হিসেবে বিবেচনার জন্য পাঁচটি অনুচ্ছেদের সবকটি পূরণ লাগবে না। যা ঘটছে, তা একাধিক অনুচ্ছেদ স্পষ্টভাবে পূরণ করছে।’
প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের পশ্চিমা মিত্ররা শুধু নীরব সমর্থনই নয়, বরং অস্ত্র, অর্থ ও কূটনৈতিক নিরাপত্তা দিয়ে সরাসরি সহায়তা করছে। ফলে তারা গণহত্যার দায় থেকেও মুক্ত নয়।
ইসরায়েলের অবরোধে সৃষ্ট মানবিক বিপর্যয়ে গাজায় দুর্ভিক্ষে মৃত্যুর মিছিল থামছে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় অনাহারে মৃত্যু হয়েছে ১৪৭ জনের, যাদের মধ্যে ৮৮ জনই শিশু।
বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের অভ্যন্তরীণ মানবাধিকার সংস্থাগুলোর এই প্রতিবেদন আন্তর্জাতিক মহলে চাপ আরও বাড়াবে। জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নতুন করে দায় সৃষ্টি হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
📞 যোগাযোগ: news@dainikashulia.com
🌍 সত্যের পথেই প্রতিজ্ঞা | দৈনিক আশুলিয়া | www.dainikashulia.com
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.