দৈনিক আশুলিয়া
🗓️ মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
📍 www.dainikashulia.com
🖊️ স্টাফ রিপোর্টার: মোঃ আল আমিন কাজী | দৈনিক আশুলিয়া
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মশা তাড়াতে খড় দিয়ে ধোঁয়া দেওয়ার সময় ভয়াবহ আগুন লেগে পুড়ে গেছে একটি গোয়াল ঘর। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। একই ঘটনায় প্রাণ গেছে দুটি গরু ও তিনটি ছাগলের।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে, উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি আনন্দবাজার এলাকায়। নিহত বৃদ্ধার নাম কুলসুম (৬০)। তিনি ওই এলাকার জাক্কু মন্ডলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর জাক্কু মন্ডল তার গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য খড় দিয়ে ধোঁয়ার ব্যবস্থা করেন। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়া থেকে আগুন ধরে যায় এবং তা দ্রুত গোয়াল ঘরজুড়ে ছড়িয়ে পড়ে।
আগুন দেখে কুলসুম দৌড়ে গোয়াল ঘরে প্রবেশ করেন গরু-ছাগলদের বাঁচাতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি গরুর পায়ের নিচে পড়ে যান এবং সেখানেই আগুনে পুড়ে মৃত্যু হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত হয়।
এ সময় গোয়াল ঘরে থাকা দুটি গরু ও তিনটি ছাগলও আগুনে পুড়ে মারা যায়, যার বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা বলে স্থানীয়রা জানিয়েছেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান,
‘ঘটনার খবর পেয়েছি। এখনো পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়রা জানান, কুলসুম ছিলেন খুবই সাদাসিধে ও প্রাণপ্রিয় নারী। গরু-ছাগলদের সন্তানতুল্য ভালোবাসতেন তিনি। তার এ মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
📞 যোগাযোগ: news@dainikashulia.com
📰 মানুষের কণ্ঠস্বর, সংবাদে সাহস | দৈনিক আশুলিয়া | www.dainikashulia.com
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.