প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৪:৪৬ পি.এম
আশুলিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে এক চাঁদাবাজ নাশকতাকারীকে গ্রেফতার

📰 দৈনিক আশুলিয়া
📅 প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
হেলাল শেখঃ ঢাকায় আশুলিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে এক চাঁদাবাজ, নাশকতাকারীকে গ্রেফতার।
সোমবার ২৮/০৭/২০২৫ইং দিবাগত রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার
খাঁন জাহান আলী মার্কেটে চাঁদাবাজি, নাশকতা ও মার্কেটের সিসি ক্যামেরা ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগে সাফায়েত হোসেন প্রীতম নামের একজনকে গ্রেফতার।
জানা গেছে, ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর নদী ফিলিং স্টেশন থেকে আনুমানিক ২০০ গজ দক্ষিণে অবস্থিত মার্কেটটিতে অভিযুক্ত ব্যক্তি ব্যবসায়ীদের নিকট থেকে নিয়মিত চাঁদা আদায় করে, তাকে সিসিটিভিতে দেখা যাবে তাই সিসি ক্যামেরা ভেঙে নিয়ে যায়। সে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ও মাদক কারবারি সঙ্গে তিনি জড়িত রয়েছে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং পুলিশ এর কাছে হস্তান্তর করেন।
মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫ইং) এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলমান রয়েছে, অপরাধী যেইহোক না কেন তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.