📰 দৈনিক আশুলিয়া
📅 বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
🔍 জাতীয় | অপরাধ | গাজীপুর
📍 নিজস্ব প্রতিবেদক | গাজীপুর, কালিয়াকৈর
গাজীপুরের কালিয়াকৈরে প্রকাশ্যে ঘটে গেল দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা। বুধবার (৩০ জুলাই) বিকেলে সোনালী ব্যাংকে জমি রেজিস্ট্রেশনের টাকা জমা দিতে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত প্রাইভেট কার চাপা দিয়ে দুই তরুণের কাছ থেকে ছিনিয়ে নেয় ৮ লাখ ৭৫ হাজার ১৬৯ টাকা।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকার দলিল লেখক জুলহাস উদ্দিন তার ছেলে আবদুল্লাহ প্রিন্স এবং ভাগনে রাশেদ খান-কে উল্লেখিত টাকা দিয়ে সোনালী ব্যাংক, কালিয়াকৈর বাজার শাখায় পাঠান। বিকেল তিনটার দিকে তারা টাকাভর্তি ব্যাগ নিয়ে অটোরিকশাযোগে ব্যাংকের দিকে রওনা হন।
কিন্তু উপজেলার খাদ্যগুদাম এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কার আচমকা এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে প্রিন্স ও রাশেদ। ঠিক সেই মুহূর্তে গাড়ি থেকে কয়েকজন দুর্বৃত্ত নেমে দ্রুতগতিতে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় এবং প্রাইভেট কারে করেই ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান জানান,
“এটি একটি পরিকল্পিত ছিনতাই। টাকাগুলো উদ্ধারে অভিযান চলছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে। বিষয়টি নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলিল লেখকসহ সাধারণ জনগণ দাবি করছেন, দিনদুপুরে এই ধরনের সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনার পেছনে নিশ্চয়ই বড় কোনো চক্র কাজ করছে।
📌 আপনার এলাকায় ঘটছে কোনো ঘটনা? জানাতে আমাদের লিখুন:
📧 news@dainikashulia.com | 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭১৪৩৪০৪১৭
© দৈনিক আশুলিয়া ২০২৫
সত্যের সন্ধানে, মানুষের পাশে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.