📰 দৈনিক আশুলিয়া
📅 বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
🔍 জাতীয় | স্বাস্থ্য | অপরাধ
📍 নিজস্ব প্রতিবেদক | ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. হান্নান (৫৫) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে তাঁকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর অসুস্থ অবস্থায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হান্নানকে ঢামেক হাসপাতালে আনা হয়। কারারক্ষী মো. মারুফ হাসান-সহ কয়েকজন কারারক্ষী তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“কারাবন্দী হান্নানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
মৃত হান্নানের বাবার নাম মৃত ছোবাহান। তবে তিনি কোন মামলায় কারাবন্দী ছিলেন, সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি কারা কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
এ ঘটনায় ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো লিখিত বক্তব্য পাওয়া যায়নি।
📌 আপনি যদি হাসপাতালে কোনো অনিয়ম বা গুরুত্বপূর্ণ তথ্যের সাক্ষী হন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন:
📧 report@dainikashulia.com | 📱 হটলাইন: ০১৭xxxxxxxx
© দৈনিক আশুলিয়া ২০২৫
আপনার সংবাদ, আমাদের দায়িত্ব।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.