নিজস্ব প্রতিবেদক | ২৮ এপ্রিল ২০২৫
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। একদিনের ব্যবধানে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৭০ ফিলিস্তিনি। আহত হয়েছেন শতাধিক নিরীহ মানুষ।
আল জাজিরা'র বরাতে জানা গেছে, রবিবার (২৭ এপ্রিল) দিনভর গাজা জুড়ে চালানো বোমা হামলায় কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এছাড়া সোমবার ভোরে আবারও ইসরায়েলি বাহিনীর হানা চালালে আরও ১৭ জন প্রাণ হারান বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
অন্যদিকে, তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য উল্লেখ করে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ২৪৩ জনে।
এছাড়া এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ১ লাখ ১৭ হাজার ৬৩৯ জন মানুষ।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন এলাকা, ধ্বংসস্তূপের নিচে ও ধ্বংসপ্রাপ্ত রাস্তায় এখনো বহু হতাহত পড়ে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি অব্যাহত হামলার কারণে।
জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার গাজার এই পরিস্থিতিকে "পূর্ণাঙ্গ মানবিক বিপর্যয়" বলে আখ্যায়িত করেছে। বিশ্লেষকরা বলছেন, চলমান সহিংসতা দ্রুত বন্ধ না হলে মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হবে এবং পুরো উপত্যকায় দুর্ভিক্ষ ও মহামারির ঝুঁকি ভয়াবহ রূপ নিতে পারে।
বিশ্ব সম্প্রদায়ের কাছে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে মানবাধিকার সংস্থাগুলো বলছে,
"গাজার জনগণ এখন বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকুও হারাতে বসেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই কার্যকর উদ্যোগ প্রয়োজন।"
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.