📰 দৈনিক আশুলিয়া
📅 শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
🔍 জাতীয় | স্বাস্থ্য | রাজনীতি
📍 নিজস্ব প্রতিবেদক | দৈনিক আশুলিয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়েছে। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকরা শনিবার (০২ আগস্ট) সকালে জরুরি বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অধ্যাপক পরওয়ার জানান, “আমাদের প্রিয় আমির ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সকালে তার ওপেন হার্ট সার্জারি (বাইপাস) করা হবে ইনশাআল্লাহ।”
এ সময় দেশবাসী, সুধী সমাজ এবং প্রবাসী ভাই-বোনদের উদ্দেশে তিনি বলেন,
“সুধী-শুভাকাঙ্ক্ষী, দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত ভাই-বোনদের প্রতি বিনীত আহ্বান—আমরা মহান আল্লাহ তা'য়ালার দরবারে নফল ইবাদতের মাধ্যমে যে যার অবস্থান থেকে তাঁর জন্য একান্তভাবে দোয়া করি। আল্লাহ যেন তাঁকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন এবং পূর্ণ সক্ষমতা নিয়ে আমাদের মাঝে ফিরে আসার তাওফিক দান করেন।”
ডা. শফিকুর রহমান একজন অভিজ্ঞ চিকিৎসক ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত। চিকিৎসা ও রাজনৈতিক অঙ্গনে তার দীর্ঘ পথচলা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দল তাঁর চিকিৎসায় নিয়োজিত রয়েছেন। বাইপাস সার্জারির প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
📌 প্রসঙ্গত, ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন ২০১৯ সাল থেকে। রাজনৈতিকভাবে সক্রিয় থাকাকালেই কয়েক দফা কারাভোগ করেন এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তার হন।
📲 আরও খবর জানতে ভিজিট করুন: www.dainikashulia.com
✍ প্রতিবেদক: রাশেদুল আলম | স্বাস্থ্য ও রাজনীতি ডেস্ক | দৈনিক আশুলিয়া
📞 যোগাযোগ: www.dainikashulia.com | ☎ ০১৭১৪৩৪০৪১৭
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.