📰 দৈনিক আশুলিয়া
📅 শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ | ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
🔍 জাতীয় | প্রতিরক্ষা | শিক্ষা | দুর্যোগ
📍 নিজস্ব প্রতিবেদক | দৈনিক আশুলিয়া
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতীয় নিরাপত্তা, উন্নয়ন ও কৌশলগত শাসনব্যবস্থায় কার্যকর নেতৃত্ব ও যৌথ অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আয়োজিত ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেনারেল ওয়াকার বলেন,
“ন্যাশনাল ডিফেন্স কলেজ আজ প্রতিরক্ষা, নিরাপত্তা ও উন্নয়ন ইস্যুতে জাতীয় উৎকর্ষ কেন্দ্র হয়ে উঠেছে। ক্যাপস্টোন কোর্স জাতীয় চ্যালেঞ্জগুলো মোকাবেলায় নেতৃত্ব গঠনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।”
তিনি বলেন, অংশগ্রহণকারীদের মধ্যে অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার মাধ্যমে এই কোর্স রাষ্ট্রীয় কার্যক্রমে নতুন গতির সঞ্চার করছে। তিনি আরও বলেন, “জাতি গঠনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলগত ও সংস্কারমুখী নেতৃত্ব অত্যন্ত প্রয়োজনীয়।”
এবারের ক্যাপস্টোন কোর্সে সামরিক-বেসামরিক মিলে ৪৫ জন ফেলো অংশগ্রহণ করেন। এদের মধ্যে ছিলেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, কূটনীতিক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধিরা।
একই দিনে সেনা সদরে অনুষ্ঠিত আরেক আয়োজনে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার কার্যক্রমে সাহসিকতা ও পেশাদারিত্বের জন্য সেনাবাহিনীর ২৯ জন সদস্যকে প্রশংসাপত্র প্রদান করেন সেনাপ্রধান।
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়,
“দুর্ঘটনাস্থলে কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্ধার করতে গিয়ে সেনা সদস্যরা যে সাহসিকতা ও মানবিক আচরণ দেখিয়েছেন, তা সেনাবাহিনীর পেশাগত মানদণ্ডের প্রতিফলন।”
সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল মো. শফিকুল ইসলাম জানান:
দুর্ঘটনায় আহত ৪১ জনকে সিএমএইচে চিকিৎসা দেওয়া হয়েছে
বর্তমানে ১১ জন চিকিৎসাধীন
উদ্ধার কাজে নিয়োজিত ২৯ জন সেনা সদস্য আহত হন, যাদের মধ্যে ১ জন এখনো হাসপাতালে ভর্তি
দুর্ঘটনায় নিহত ১৪ জনের মরদেহ সিএমএইচ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে ২১ জুলাই। সেনাবাহিনী দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আহতদের চিকিৎসা নিশ্চিত করে।
📌 বিশেষ মন্তব্য:
জাতীয় নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সেনাবাহিনীর দৃশ্যমান অবদান দেশবাসীর আস্থা ও ভরসা আরও বাড়িয়েছে। কৌশলগত নেতৃত্ব গঠনে এনডিসির ভূমিকা এবং দুর্যোগে সেনাবাহিনীর মানবিক ও পেশাদার আচরণ—দুই-ই দেশের উন্নয়ন ও নিরাপত্তার ভিত্তি সুদৃঢ় করছে।
📲 আরও খবর পেতে ভিজিট করুন: www.dainikashulia.com
✍ প্রতিবেদক: ফারহানা জামান | নিরাপত্তা ও শিক্ষা ডেস্ক | দৈনিক আশুলিয়া
📞 যোগাযোগ: newsdesk@dainikashulia.com | ☎ ০১৭০০-০০০০০০
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.