হেলাল শেখঃ ঢাকা জেলার সাভার ও কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ব্যবহৃত এসিড ব্যাটারি গলিয়ে সিসা তৈরি করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী।
শনিবার জানা গেছে, কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র বা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এসব এলাকায় স্থাপিত হয়েছে ব্যাটারি গলানোর ছোট ছোট কারখানা, যা দিনরাত চিমনি দিয়ে নির্গত করছে বিষাক্ত ধোঁয়া। পাশাপাশি জমিতে ও পানিতে মিশছে মারাত্মক ক্ষতিকর রাসায়নিক, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি।
বিশেষজ্ঞদের মতে, ব্যাটারি গলানোর সময় নির্গত হওয়া সিসা ও সালফিউরিক অ্যাসিড মানবদেহে ক্যানসার, শ্বাসকষ্ট, কিডনি বিকলসহ নানা জটিল রোগের সৃষ্টি করতে পারে। এসব কারখানার আশপাশে বসবাসকারী মানুষ ও শিশুরা মারাত্মক জীবনের ঝুঁকিতে রয়েছে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করছেন, একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এসব অবৈধ কারখানা দিন দিন বেড়েই চলেছে।
পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি। প্রয়োজন যথাযথ তদন্ত, অবৈধ কারখানাগুলোর তালিকা প্রণয়ন এবং পরিবেশবিধি অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছেন সচেতন মহল।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.