নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম:
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা যেন দুই ভিন্ন চিত্রের গল্প বলছে। প্রথম দুই সেশন দখলে রেখেছিল সফরকারী জিম্বাবুয়ে, আর শেষ সেশনে দুর্দান্তভাবে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।
দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৯ উইকেটে ২২৭ রান। অথচ, দিনের প্রথম দুই সেশন শেষে তাদের স্কোর ছিল মাত্র ২ উইকেটে ১৭৭। এক পর্যায়ে তৃতীয় উইকেটে শন উইলিয়ামস ও নিক ওয়েলচের শক্ত জুটিতে বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছিল সফরকারীরা। মনে হচ্ছিল, বড় রানের পাহাড়ের নিচে চাপা পড়বে স্বাগতিকরা।
কিন্তু গরম আবহাওয়ার কবলে পড়ে নিক ওয়েলচ হঠাৎ করে 'রিটায়ার্ড হার্ট' হয়ে ফিরে গেলে দৃশ্যপট বদলাতে শুরু করে। সেই সুযোগ কাজে লাগান বাংলাদেশের স্পিনাররা। বিশেষ করে তাইজুল ইসলাম এবং নাঈম হাসানের ঘূর্ণিতে ছিন্নভিন্ন হয়ে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ।
তাইজুল একের পর এক উইকেট তুলে নেন। নাঈম হাসানও অসাধারণ লাইন-লেন্থ বজায় রেখে চাপ সৃষ্টি করেন। ফলে শেষ সেশনে ৭ উইকেট হারিয়ে মাত্র ৫০ রান যোগ করতে সক্ষম হয় জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের পক্ষে শন উইলিয়ামস সর্বোচ্চ ৮৮ রান করেন। তবে তাঁর বিদায়ের পর আর কেউ উল্লেখযোগ্য সংগ্রহ গড়তে পারেননি।
বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ৫ উইকেট এবং নাঈম হাসান ৩ উইকেট শিকার করেন।
প্রথম দিনে শেষ সেশনের সাফল্য বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছে। এখন দেখার বিষয়, দ্বিতীয় দিনে দ্রুত শেষ উইকেট তুলে নিয়ে ব্যাট হাতে কেমন শুরু করতে পারে টাইগাররা।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.