শেখঃ ঢাকার সাভারের নবীনগর-আরিচা মহাসড়কের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও ৫ জন আহত হয়েছেন। শনিবার (২ আগষ্ট ২০২৫ইং) বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল-আশুলিয়া থানাধীন স্টারলিং গার্মেন্টস সংলগ্ন হাইওয়ে আন্ডারগ্রাউন্ডের ২০মিটার আরিচা সড়কমুখীর সামনে বাইপাস রাস্তার উপর। ঘটনা সংক্ষিপ্ত বিবরণ:
অদ্য ০২/০৮/২৫ তারিখ রাত অনুমানিক ১৬. ৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন স্টারলিং গার্মেন্টস সামনে এক নম্বর গেট সংলগ্ন হাইওয়ে আন্ডারগ্রাউন্ড ২০ মিটার আরিচা সড়ক মুখী সামনে ১/ নিহত ভিকটিম সোহান (১০), পিতা: স্বজন মাতা : কল্পনা। আহত সুজন (৩৫),পিতা: মুসলেম উদ্দিন, মাতা, সুজেলা বেগম(১/২- উভয়ের ঠিকানা: গ্রাম আমরাইল তেলী পাড়া,থানা মির্জাপুর জেলা টাঙ্গাইল। মোঃ আমানুল ইসনাম, ৫০) পিতা: মোঃ আনিস উদ্দিন, মাতা: নুরজাহান বেগম, গ্রাম-রামার বাগ ইউনিয়ন -পাথালিয়া থানা- আশুলিয়া জেলা ঢাকা। জামিল (৩৫) মিয়া, পিতা- মৃত হায়দার আলী মাতা-জাহানারা বেগম, গ্রাম-খড়খড়িয়া নান্দিনা থানা-জামালপুর সদর, জেলা -জামালপুর, মোঃ মনিরুজ্জামান বাদল (৩৫), পিতা মোঃ বাচ্চু মিয়া, মাতা বাথরুন্নেসা, গ্রাম- দক্ষিণ ইকুরিয়া,থানা-ধামরাই, জেলা- ঢাকা, সোহেল রানা (৪০), পিতা :মোজাম্মেল হক, মাতা : হাজেরা, রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি ট্রাক রিক্সা ও পথযাত্রীর সাথে ধাক্কা মেরে দ্রুত গতিতে পালিয়ে যায়। আহত পাঁচজনকে ইস্টারলিং গার্মেন্টস শ্রমিকেরা গণসাস্থ্য হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।
সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশু ভিকটিম সোহান (১০)কে উদ্ধার করে ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.