📰 দৈনিক আশুলিয়া
📅 শনিবার, ৩ আগস্ট ২০২৫
🔍 জাতীয় | আইন-শৃঙ্খলা | বিশেষ প্রতিবেদন
বিশেষ প্রতিনিধি, আশুলিয়:
আশুলিয়া থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়নে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান দায়িত্ব গ্রহণের পর থেকেই টানা অভিযানে গ্রেফতার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী শরিফ মোল্লাসহ প্রায় ৭০ জন কুখ্যাত অপরাধী। এতে করে চাঁদাবাজি, ছিনতাই, জমি দখল, মাদক বাণিজ্যসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লাগাম টানা সম্ভব হয়েছে।
ওসি আব্দুল হান্নানের তত্ত্বাবধানে থানা পুলিশের নিয়মিত টহল, গোপন তথ্যভিত্তিক অভিযান এবং জনসম্পৃক্ত কার্যক্রমের ফলে অপরাধীরা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। তিনি আশুলিয়াকে “অপরাধমুক্ত, নিরাপদ বসবাসযোগ্য” এলাকা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বলেও জানিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রাশেদ বলেন,
“আগে সন্ধ্যার পর দোকান বন্ধ করে বাড়ি যেতাম ভয়ে। এখন আমরা নিরাপদে ব্যবসা চালাতে পারছি। ওসি হান্নান স্যারের উদ্যোগ প্রশংসার যোগ্য।”
একইভাবে আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বলেন,
“নতুন ওসির নেতৃত্বে যেভাবে অপরাধীচক্রের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সাধারণ মানুষ স্বস্তিতে আছে।”
ওসি আব্দুল হান্নান বলেন,
“অপরাধ দমনে কোনো ছাড় নেই। আমি জনগণের পুলিশ হতে চাই। যারা অপরাধে জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সকলের সহযোগিতা পেলে আমরা আশুলিয়াকে অপরাধমুক্ত রাখতে পারব।”
আশুলিয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এলাকাবাসী মনে করছেন, এ ধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই এই এলাকা হয়ে উঠবে অপরাধমুক্ত এক শান্তিপূর্ণ জনপদ।
📍 দৈনিক আশুলিয়া অনলাইন ডেস্ক
🌐 www.dainikashulia.com
📞 ফোন: ০১৭xxxxxxxx | ✉️ ই-মেইল: news@dainikashulia.com
আপনি চাইলে এই নিউজের ছাপা সংস্করণ বা PDF রিপোর্ট আকারেও দিতে পারি। প্রয়োজন হলে বলুন।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.