📰 দৈনিক আশুলিয়া
📅 বুধবার, ৬ আগস্ট ২০২৫
🔍 জাতীয় | নির্বাচন | প্রশাসন
আগামী ফেব্রুয়ারির মধ্যে ভোট, রোজার আগেই নির্বাচনের নির্দেশনা
🔻 নিজস্ব প্রতিবেদক, দৈনিক আশুলিয়া
জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগেই সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে, যেখানে নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি শেষ করার আহ্বান জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে, চিঠিতে নির্বাচন কমিশনকে সময়মতো এবং প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়,
"জাতির প্রত্যাশা পূরণে সময়মতো ভোটের আয়োজন অত্যন্ত জরুরি। বিগত দেড় দশকে ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ যেন একটি আনন্দঘন ভোট উৎসবের অভিজ্ঞতা লাভ করে—এমন নির্বাচন আয়োজনের জন্য কমিশনকে পূর্ণ প্রস্তুতি নিতে হবে।"
📢 ভাষণে আগাম ঘোষণা
গতকাল ৫ আগস্ট, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানান,
"আগামী ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হবে।"
আজকের চিঠিটি সেই ঘোষণারই বাস্তব রূপ।
📌 চিঠিতে আরও বলা হয়, অবিলম্বে নির্বাচনী কর্মপরিকল্পনা, মাঠপর্যায়ের ব্যবস্থাপনা, ভোটার তালিকা হালনাগাদ, প্রশিক্ষণসহ প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করতে হবে।
🔍 প্রস্তুতি শুরু করেছে ইসি
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চিঠি পাওয়ার পরপরই জরুরি সভা ডাকা হয়েছে। একাধিক পর্যায়ের প্রস্তুতি কার্যক্রম শুরু হবে খুব শিগগিরই।
এদিকে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজ নির্বাচন আয়োজনের এ নির্দেশনাকে স্বাগত জানিয়েছে।
📣 ভোট হোক উৎসবমুখর ও অংশগ্রহণমূলক—এটাই এখন জাতির প্রত্যাশা।
🖋️ আরও খবর পড়ুন দৈনিক আশুলিয়ায় – ন্যায়ের পথে সাহসী সাংবাদিকতা
📍 www.dainikashulia.com
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.