📰 দৈনিক আশুলিয়া
📅 শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
🔍 বিভাগ: জাতীয় | অপরাধ | গাজীপুর
দৈনিক আশুলিয়া প্রতিবেদক
গাজীপুর:
গাজীপুর মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তা মোড়ে প্রকাশ্যে এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন (৩২) দৈনিক ‘প্রতিদিনের কাগজ’-এর গাজীপুর প্রতিনিধি ছিলেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে চান্দনা চৌরাস্তার ঈদগাহ মার্কেট এলাকায় এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। সাংবাদিকতার পাশাপাশি তিনি একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবেও কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, ঘটনার সময় তুহিন তার বাসা ফিরছিলেন। পথে চান্দনা চৌরাস্তার মোড়ে এক নারী ও এক ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা চলছিল। একপর্যায়ে ওই নারীকে মারধরের অভিযোগে একদল যুবক ওই ব্যক্তির ওপর হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত তুহিন তার মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করছিলেন।
এটি নজরে আসার পর দুর্বৃত্তরা তুহিনকে ভিডিও মুছে ফেলতে বলে। তুহিন এতে অস্বীকৃতি জানালে তারা তাকে ধাওয়া করে। তুহিন দৌড়ে পাশের ঈদগাহ মার্কেটের একটি দোকানে আশ্রয় নেন।
তবে রক্ষা হয়নি। ৬-৭ জন যুবক ধারালো দা ও চাপাতি নিয়ে সেখানে ঢুকে প্রকাশ্যে তুহিনের বুক, গলা, পিঠ ও কাঁধে উপর্যুপরি কোপাতে থাকে। গলার একাংশ কেটে গেলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে সাংবাদিক তুহিনের।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ-উত্তর অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার মো. রবিউল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ বলছে, এটি কোনো পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড নয়; ঘটনাস্থলে নারী সংক্রান্ত একটি ঘটনার ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা সাংবাদিক তুহিনকে হত্যা করেছে।
বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান জানান, নিহতের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সন্ত্রাসীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও অন্যান্য ক্লু সংগ্রহ করা হচ্ছে।
তুহিনের ফেসবুক আইডি পর্যালোচনায় দেখা গেছে, তিনি চাঁদাবাজি বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে রিপোর্ট করেননি। বরং স্থানীয় সমস্যার চিত্র তুলে ধরতে তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও ছবি পোস্ট করতেন।
ঘটনার কয়েক ঘণ্টা আগেই তুহিন ফেসবুকে ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছিলেন।
এই নির্মম হত্যাকাণ্ডে সাংবাদিক মহলে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। গাজীপুরের স্থানীয় সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা অভিযোগ করেন, সাংবাদিকদের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। এ ঘটনায় পুলিশ প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.