📰 দৈনিক আশুলিয়া
📅 শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
🔍 জাতীয় | মানবিকতা | চট্টগ্রাম
🖋️ নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মোড়ে প্রসব যন্ত্রণায় কাতরানো এক মানসিক ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালেন ট্রাফিক পুলিশের দুই মানবিক সার্জেন্ট। সঠিক সময়ে চিকিৎসার ব্যবস্থা করায় নিরাপদে জন্ম হয়েছে এক ফুটফুটে নবজাতকের। মা ও সন্তান—দুজনেই সুস্থ রয়েছেন।
শুক্রবার (৮ আগস্ট) সকালে দেওয়ানহাট মোড়ের ফুটপাতে অসহায় অবস্থায় ছটফট করছিলেন ওই নারী। শত শত পথচারীর ভিড় থাকলেও কেউ এগিয়ে আসেননি সাহায্যের জন্য। তবে কর্তব্যরত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের দুই সদস্য—সার্জেন্ট আব্দুল্লাহ আল মুজাহিদ জনি ও সার্জেন্ট জাহিদ—মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসেন।
সার্জেন্ট মুজাহিদ জানান, “আমরা ডিউটিতে ছিলাম। হঠাৎ দেখি, এক নারী চিৎকার করতে করতে মাটিতে পড়ে যাচ্ছেন। বিষয়টি বুঝে সঙ্গে সঙ্গে সরকারি অ্যাম্বুলেন্স ডেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
হাসপাতালে পৌঁছানোর পরই নার্স ও চিকিৎসকদের তত্ত্বাবধানে ওই নারী এক ফুটফুটে সন্তানের জন্ম দেন। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন।
এমন মানবিক উদ্যোগে পুলিশ সদস্যদের প্রশংসায় ভাসাচ্ছেন স্থানীয়রা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। অনেকেই বলছেন—"মানবিক পুলিশই আজকের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।"
📌 ঘটনার স্থান: দেওয়ানহাট মোড়, চট্টগ্রাম
📌 চিকিৎসা কেন্দ্র: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
📌 সহায়তাকারী কর্মকর্তা:
সার্জেন্ট আব্দুল্লাহ আল মুজাহিদ জনি
সার্জেন্ট জাহিদ
📌 বর্তমান অবস্থা: মা ও নবজাতক সুস্থ
🖊️ দৈনিক আশুলিয়া — সত্যের সন্ধানে নির্ভীক কণ্ঠ
📞 বিজ্ঞাপন/সংবাদ পাঠাতে: news@dainikashulia.com
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.