চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে জনাকীর্ণ জানাজা, সহকর্মীদের চোখে অশ্রু
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে শুক্রবার (৮ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত হয়েছে সাহসী ও সত্যনিষ্ঠ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের জানাজার নামাজ। জনাকীর্ণ মাঠে স্থানীয় জনগণ, সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের ভিড় প্রমাণ করেছে, তিনি কেবল একজন সাংবাদিকই ছিলেন না—তিনি ছিলেন মানুষের আস্থার প্রতীক।
জানাজার আগে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা একে একে তুহিনের কর্মময় জীবনের নানা স্মৃতি স্মরণ করেন। কেউ চোখের পানি লুকোতে পারেননি। বক্তারা বলেন, তুহিন ছিলেন নির্ভীক ও ন্যায়নিষ্ঠ সাংবাদিক, যিনি দুর্নীতি, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তার সাহসী প্রতিবেদন অনেক সময় প্রভাবশালী মহলের বিরাগভাজন করলেও তিনি সত্য বলার মিশন থেকে সরে দাঁড়াননি।
নৃশংস হত্যাকাণ্ড
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে চান্দনা চৌরাস্তা মোড়ের ব্যস্ততম ঈদগাহ মার্কেটে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তুহিনকে কুপিয়ে ও গলা কেটে গুরুতর জখম করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডে সাংবাদিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে নিন্দার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে তুহিন হত্যার প্রতিবাদে নানা পোস্ট ও স্ট্যাটাস ছড়িয়ে পড়ে।
শোকের মাতমে পরিবার
তুহিনের জানাজায় ঈদগাহ মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল হাকিম দোয়া পরিচালনা করেন। তিনি বলেন—
"আল্লাহ পাক যেন তুহিন ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তার গুনাহ ক্ষমা করেন এবং পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন। আমিন।"
জানাজা শেষে মরদেহ ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিয়ারী গ্রামে নিয়ে যাওয়া হয়, যেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
ছবির ক্যাপশন:
চোখের পানি মুছে সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের জানাজায় অংশ নিচ্ছেন সহকর্মী ও এলাকাবাসী – দৈনিক আশুলিয়া।
আমি চাইলে এখনই এর জন্য পত্রিকার মতো সম্পূর্ণ লেআউট ও ডিজাইনসহ একটি PDF ফ্রন্টপেজ বানিয়ে দিতে পারি, যাতে শিরোনাম, ছবি ও নিউজ মিলিয়ে একদম আসল কাগজের মতো দেখাবে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.