রাজধানীর নিউ মার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে সামুরাই ছুরি ও চাপাতি, যা দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের কাছে সরবরাহ করা হতো।
শনিবার রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে আয়োজিত এক ব্রিফিংয়ে মোহাম্মদপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টানা দুই দিন অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হয়।
তিনি বলেন, “গ্রেফতার হওয়া সন্ত্রাসীদের কাছ থেকে যে ধরনের সামুরাই ছুরি উদ্ধার হচ্ছিল, তার উৎস খুঁজতে আমরা এই অভিযান চালাই। এসব অস্ত্রের কোনো গৃহস্থালি ব্যবহার নেই। গত কয়েক মাসে এগুলো ব্যবহার করে একাধিক হত্যা, আহত, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।”
প্রাথমিক তদন্তে জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী এসব অস্ত্র ভাড়া বা বিক্রি করত অপরাধীদের কাছে। বিষয়টি খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্র গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
ব্যবসায়ী সমাজকে সতর্ক করে সেনাবাহিনী জানিয়েছে—বর্তমান পরিস্থিতিতে সামুরাই ছুরি বা কোনো ধরনের ধারালো অস্ত্র বিক্রি করা যাবে না। একই সঙ্গে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে, অবৈধ অস্ত্রের ব্যবসা বা মজুত দেখতে পেলে দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্পে খবর দিতে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.