স্টাফ রিপোর্টার ॥
সিলেটে নৌপথে চাঁদাবাজির মামলায় ৭ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার (১০ আগস্ট) ভোররাত ৩টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে দুপুরে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে আজমল হোসেন, মৃত আবদুস সালামের ছেলে সুলতান আহমদ, ফজর রহমানের ছেলে বিল্লাল, মৃত মুসাব্বিরের ছেলে সুবহান, ফারুক আহমেদের ছেলে শাকিল, মৃত ফজু রহমানের ছেলে ফারুক মিয়া এবং মৃত আবদুল মুসাব্বিরের ছেলে ফয়সল মৌলভী।
মামলার অভিযোগে জানা যায়, আজমল হোসেনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র সিলেট অঞ্চলের বিভিন্ন নৌপথে চলাচলকারী নৌকা ও ভলগেট আটকিয়ে চাঁদাবাজি করতো। গত ৭ জুলাই এ ঘটনায় গোয়াইনঘাট থানায় স্থানীয় বাসিন্দা আবদুল হারিম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ছিলেন আজমল, যিনি এলাকায় নিজেকে ‘সমন্বয়ক’ হিসেবে পরিচয় দিতেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আজমলসহ ৭ জনকে গ্রেফতার করে। দুপুরে তাদেরকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ বলেন, “চাঁদাবাজি মামলার ৭ আসামিকে র্যাব গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।”
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.