দৈনিক আশুলিয়া
ক্রীড়া ডেস্ক
দীর্ঘ ছয় বছরের অপেক্ষার অবসান ঘটাল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে জয়ের মুখ না দেখা দলটি অবশেষে রবিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের দারুণ এক জয় তুলে নিয়েছে। রোস্টন চেজের অলরাউন্ড নৈপুণ্য ও শেরফেন রাদারফোর্ডের ঝড়ো ব্যাটিংয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল স্বাগতিকরা।
টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। শুরু থেকেই চাপের মুখে পড়ে সফরকারীরা। জেডেন সিলস দুর্দান্ত বোলিং করে ৭ ওভারে মাত্র ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট, যার মধ্যে একই ওভারে ফেরান সাইম আইয়ুব ও বাবর আজমকে। ধীরগতির ব্যাটিংয়ে ৩৮ বলে মাত্র ১৬ রান করে আউট হন মোহাম্মদ রিজওয়ান।
বৃষ্টির কারণে কয়েক দফা খেলা বন্ধ হয়ে পাকিস্তানের ছন্দ ভেঙে যায়। শেষ দিকে হুসেইন তালাতের ৩১ ও হাসান নেওয়াজের দ্রুত ৩৬ রানের ওপর ভর করে ৩৭ ওভারে ৭ উইকেটে ১৭১ রানে থামে তাদের ইনিংস।
ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৮১ রান। রান তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা, হাসান আলির দুই ওভারে হারায় দুই উইকেট। তবে রাদারফোর্ড ও চেজ ম্যাচ ঘুরিয়ে দেন। রাদারফোর্ড ৩৩ বলে ৪৫ রান করেন, যেখানে এক ওভারে শাহীন শাহ আফ্রিদির বিপক্ষে ১৭ এবং সালমান আগার বিপক্ষে ২০ রান তুলে নেন।
চেজ খেলেন ৪৭ বলে অপরাজিত ৪৯ রানের ম্যাচ জেতানো ইনিংস এবং বল হাতে ২৬ রানে ১ উইকেট নেন। শেষ দিকে শান্তভাবে রান তুলে ১০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১২ আগস্ট একই ভেন্যুতে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.