দৈনিক আশুলিয়া
নিজস্ব প্রতিবেদক
খুলনার ফুলতলা উপজেলার সুপার জুট মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। রবিবার (১০ আগস্ট) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে খুলনা, দৌলতপুর ও যশোরের নওয়াপাড়া থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হবে।
সুপার জুট মিলের ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, রাত পৌনে ১০টার দিকে মিলের অভ্যন্তরে রাখা পরিত্যক্ত জুট গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মিলের অভ্যন্তরীণ অগ্নি নির্বাপক দল আগুন নেভানোর চেষ্টা চালায় এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে বড় ক্ষতি হয়নি।
মিলের মালিক ফিরোজ ভূইয়া বলেন, “ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে মিলটি রক্ষা পেয়েছে।”
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লাল হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.