হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী হত্যা মামলার চার আসামিসহ বিভিন্ন মামলার ১৯ জনকে গ্রেফতার থানা করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট ২০২৫ইং) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকার আশুলিয়ার জামগড়া ও চিত্রশাইলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- আশুলিয়ার কান্দাইল এলাকার সালাম মৃধার ছেলে বাহাদুর মৃধা (৪২), একই এলাকার কাশেম খানের ছেলে নূর মোহাম্মদ (৩৪), আশুলিয়ার কোন্ডলবাগ এলাকার হাজী কেরামত মিয়ার ছেলে আতাউর রহমান (৪৪) ও আশুলিয়ার ধলপুর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ইউনুস আলী ইমন (৩৭)। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মী এবং মামলার এজাহারভুক্ত আসামী।
এছাড়া অন্যান্য মামলায় গ্রেফতারকৃতরা হলো- মোঃ নাসিম (২২), মোঃ মাহফুজুর রহমান (৩০) মোঃ বাদল হোসেন (৩০) মোঃ আব্দুর রহিম (৩৫), মোঃ রায়হান (২৫), মোঃ সিহাদ (২০), মোঃ আল আমিন (২১), মোঃ রাজু আহমেদ (৩৫), মোঃ স্বপন (৩২), মোঃ নবাব (৩৩), সিরাজুল ইসলাম (৪২), মোঃ আজাদুল ইসলাম (৩০), মোরসালিন (২০), মোঃ সোহেল (৪১), ও মোঃ সোহাগ পেদা (২৬)।
পুলিশ জানায়, গত রবিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চিত্রশাইল, কোন্ডলবাগ ও ধলপুর এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের ৪জন নেতাকর্মী গ্রেফতার করা হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তারা আত্মগোপনে ছিলো। এছাড়াও গত ২৪ ঘন্টায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আরও অন্তত ১৫ জনকে গ্রেফতার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী হত্যা মামলার ৪জন আসামীসহ বিভিন্ন মামলায় সর্বমোট ১৯জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সকালে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.