ক্রীড়া প্রতিবেদক
চট্টগ্রাম, ৩০ এপ্রিল:
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৬৪ রানে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। তবে দিনের শেষ সেশনে মাত্র ২০ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে টাইগাররা। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান।
শতক হাঁকিয়ে ইনিংসের ভিত গড়ে দেওয়া ওপেনার সাদমান ইসলাম দিন শেষে সংবাদ সম্মেলনে জানান, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে নিয়ে এখনো বড় লিডের আশা ছাড়ছে না দল। অপরাজিত দুই ব্যাটার তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।
সাদমান বলেন, “আমরা যদি মোটামুটি ৩০০ রান পার করতে পারি, তাহলে ভালো অবস্থানে থাকব। মিরাজ আর তাইজুল ভাই—দুজনই ভালো ব্যাটসম্যান। ওরা যদি একটা ভালো জুটি গড়তে পারে, তাহলে ইনিংসটা আরও বড় হবে।”
উইকেট প্রসঙ্গে তিনি বলেন, “কালকের দিনে উইকেট কেমন আচরণ করে, সেটা দেখা যাবে। তবে আমাদের বোলাররা যদি ধারাবাহিকভাবে ভালো বল করতে পারে, তাহলে সিরিজে ভালোভাবে কামব্যাক করার সুযোগ আছে ইনশা-আল্লাহ।”
প্রথম ইনিংসে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন ওপেনার সাদমান ইসলাম। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে দল গড়ে তোলে শক্ত ভিত্তি। কিন্তু মধ্য ও শেষ সেশনে হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল। মূলত দ্বিতীয় দিনের শেষ বিকেলে টানা উইকেট হারানোয় লিড বড় করার পথে শঙ্কা দেখা দেয়।
তবে মিরাজ-তাইজুলের ওপর ভরসা রেখে বাংলাদেশ শিবির এখনো লিড বাড়ানোর লক্ষ্যেই এগোচ্ছে। বোলারদের হাতে যথেষ্ট রান তুলে দিতে পারলে ম্যাচে নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.