নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে টিভি দেখার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় আজিমুদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৮ আগস্ট বিকেলে সাপাহার উপজেলার মির্জাপুর গ্রামে একই গ্রামের ছয় বছর বয়সী দুই শিশুকে টিভি দেখার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নেন আজিমুদ্দিন। পরে তাদের প্যান্ট খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন তিনি। বিষয়টি জানাজানি হলে শিশুর বাবা সাপাহার থানায় অভিযোগ করেন। তদন্ত শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হলে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলার দীর্ঘ শুনানি শেষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট রেজাউল করিম রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই রায় শিশু নির্যাতনকারীদের জন্য একটি বার্তা।”
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.