দৈনিক আশুলিয়া
আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্ববাজারে সোনার দাম লাগাতার বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক ক্রয় এবং খুচরা বিনিয়োগকারীদের চাহিদা বৃদ্ধির ফলে হলুদ ধাতুর বাজারে ব্যাপক গতি এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ব্যাংকের সুদহার কমানোর সম্ভাবনা সোনার চাহিদাকে আরও উসকে দেবে।
বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গতকাল বুধবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম ০.৫৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৩৬৬ ডলারে পৌঁছেছে। চলতি বছরের আট মাসে সোনার দাম বেড়েছে ২৮.২৩ শতাংশ। বিশ্লেষকদের ধারণা, এই ধারা অব্যাহত থাকলে সামনে দাম আরও বৃদ্ধি পেতে পারে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে, বিশ্বের ৯৫ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক আগামী ১২ মাসে সোনার মজুদ বাড়ানোর পরিকল্পনা করেছে। শুধু চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেই কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনার মজুদ বৃদ্ধি করেছে ১৬৬ টন।
ডব্লিউজিসির চীনের গবেষণা প্রধান রায় জিয়া বলেন, “কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক ক্রয় সোনার বাজারকে চাঙ্গা রাখবে। খুচরা বিনিয়োগকারীরাও এই ধারা অনুসরণ করে বিনিয়োগ বাড়াবেন।”
চীন বর্তমানে সোনার মজুদ বাড়ানোর কৌশল নিয়েছে। স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ফরেন এক্সচেঞ্জ জানায়, জুলাই মাস শেষে চীনের সরকারি সোনার মজুদ বেড়ে দাঁড়িয়েছে ৭৩.৯৬ মিলিয়ন আউন্স, যা টানা ৯ মাস বৃদ্ধি পাচ্ছে। কৌশলগত কারণে মার্কিন বন্ড কমিয়ে সোনা ক্রয় অব্যাহত রেখেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক।
গোল্ডেন ক্রেডিট রেটিং ইন্টারন্যাশনালের প্রধান অর্থনৈতিক বিশ্লেষক ওয়াং কুইংগ বলেন, “বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময়ে সোনা নিরাপদ বিনিয়োগ হিসেবে রয়ে যাবে। বর্তমানে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩.২৯ ট্রিলিয়ন ডলার, যার প্রায় ৭ শতাংশই সোনা।”
বিশ্ববাজারে সোনার এই উত্থানকে ডলারবিহীন সম্পদে বিনিয়োগ বৃদ্ধির অংশ হিসেবে দেখছে কনসালটেন্সি প্রতিষ্ঠান মেটালস ফোকাস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, টানা চতুর্থ বছরের মতো এ বছরও কেন্দ্রীয় ব্যাংকগুলো বিপুল পরিমাণ সোনা কিনছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.