দৈনিক আশুলিয়া
নিজস্ব প্রতিবেদক:
হজ ও ওমরা ব্যবস্থাপনায় ঘুষ বা দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি স্পষ্ট করে বলেন, “আমার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি হজ ও ওমরা নিয়ে এক টাকাও ঘুষ খায়, তাহলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে।”
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হজ ও ওমরা ফেয়ার ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সতর্কবার্তা দেন।
ধর্ম উপদেষ্টা জানান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে হজ ব্যবস্থাপনাকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা চলছে। পাশাপাশি হজ ফ্লাইটের বিমান ভাড়া নির্ধারণের বৈঠকে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, “আমাদের কোনো স্টাফ যদি কোনো এজেন্সির কাছ থেকে টাকা দাবি করে, আমাদের জানাবেন। আমরা ব্যবস্থা নেব। আপনাদের সহযোগিতা চাই।”
অনুষ্ঠানে তিনি হজ এজেন্সিগুলোর অনিয়মের কথাও তুলে ধরেন। এক এজেন্সি মালিকের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, “তিনি ৩ হাজার বিড়ি নিয়ে গেছেন সৌদি আরবে। ফেরার সময় প্রায় আড়াই কেজি সোনা নিয়ে ধরা পড়েছেন।”
এসময় ধর্ম উপদেষ্টা জানান, অনেক এজেন্সি ও সংশ্লিষ্ট ব্যক্তির অনিয়মে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে বাদ দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.