র্যাব-১৩ এর অভিযানে দিনাজপুর হতে অবৈধ বিদেশি পিস্তল ও ০৫ রাউন্ড গুলিসহ ০২ জন অস্ত্রধারী গ্রেফতা।
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালানসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় ইং ১৭/০৮/২০২৫ তারিখ ভোর ০৪.৫০ ঘটিকার সময় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ১০নং কমলপুর ইউপির ০৭নং ওয়ার্ডের অন্তর্গত বড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন উত্তর পার্শ্বে জনৈক মোঃ আব্দুল জব্বার এর দক্ষিন দূয়ারী বসত বাড়ির উত্তর পূর্ব কর্ণারে আসামি মোঃ মোরছালিনের শয়ন কক্ষে তালাবদ্ধ ট্রাংকের ভিতর অভিযান পরিচালনা করে ১টি অবৈধ বিদেশী পিস্তল ও ০১ টি ম্যাগাজিনে লোড করা ০৫ রাউন্ড তাজা গুলিসহ অভিযুক্ত ১। মোঃ মোসলেম (৩৫), ২। মুরসালিন বাবু (২৮), উভয় পিতা- আব্দুল জব্বার, উভয় সাং- বড়গ্রাম ছাইথুনখুড়ি, থানা- দিনাজপুর সদর, জেলা- দিনাজপুর’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামি'দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.