হেলাল শেখ: ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকায় অভিযান চালিয়ে চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গ্রেফতারকৃতরা হলো— মিজানুর রহমান (৫২), সোহেল রানা (৩১), পিতা মোঃ সাজু মিয়া এবং মোঃ কাউছার উদ্দিন। সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
সেনাবাহিনীর সদস্যরা জানান, রবিবার (১৭ আগস্ট ২০২৫) রাতে ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরা হয় তাদের। পরে জিজ্ঞাসাবাদ শেষে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, "চারজন ছিনতাইকারীকে সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছে। আজ সোমবার তাদের আদালতে প্রেরণ করা হবে।"
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.