হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের নেতৃত্বে (এসআই) হারুনুর রশিদের সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতা হত্যা মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা সুমন মনা'কে গ্রেফতার করেছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট২০২৫ইং) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ। এরআগে গত সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবলীগ নেতা সুমন মনা (৪০) আশুলিয়ার ডেন্ডাবর পূর্বপাড়া এলাকার আব্দুল হকের ছেলে। তিনি ধামসোনা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন বলে জানা যায়।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে সুমন মনা নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিলো।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃত যুবলীগ নেতাকে আজ (মঙ্গলবার) সকালে আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে, অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.