বগুড়া প্রতিনিধি:
বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)-এর আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাব থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কালাম আজাদ, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, সদর ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেকুজ্জামান খান, সিনিয়র ফটো সাংবাদিক আব্দুস সালাম ও এসএম সিরাজ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তোফাজ্জাল হোসেন, সিনিয়র সাংবাদিক রউফ জালাল, সাংবাদিক জাফর আহমেদ মিলন, সাইফুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, সাবু ইসলাম, ফিরোজ পশারী রানা, আল-আমিন, কামরুল হাসান কমল, রায়হান আহমেদ রানা, ফেরদৌসুর রহমান, গোলজার হোসেন মিঠু, রাশেদ রহমান, বারী মামুন, সানাউল হক শুভ, মির্জা আহসান হাবিব দুলাল, শাহাতদ হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, একটি ছবির শক্তি হাজার শব্দের চেয়েও বেশি। ক্যামেরার মাধ্যমে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বাস্তব চিত্র ফুটে ওঠে। ফটো সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্যকে প্রকাশ করেন। বিশেষ করে সাম্প্রতিক জুলাই আন্দোলনে তাদের সাহসী ভূমিকা ইতিহাসে স্থান করে নিয়েছে।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত সাংবাদিকসহ সকলের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.