মুজাফফরাবাদ (এএফপি):
ভারতের সঙ্গে নতুন করে সীমান্ত উত্তেজনার প্রেক্ষিতে নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল/এলওসি) সংলগ্ন এলাকায় বসবাসকারী জনগণকে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ রাখার নির্দেশ দিয়েছে পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রশাসন।
প্রশাসনের জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, সম্ভাব্য সংঘর্ষ বা নিরাপত্তাজনিত পরিস্থিতি মোকাবিলায় আগামী কয়েক সপ্তাহের জন্য বাসিন্দারা যেন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, পানি ও ওষুধ মজুদ করে রাখেন। এলওসি ঘেঁষা স্কুলগুলোতে সতর্কতা হিসেবে আংশিক ছুটির ঘোষণাও দেওয়া হয়েছে।
এ নির্দেশনা আসে এমন এক সময়, যখন ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ওই ঘটনায় ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ এসব অভিযোগ ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে।
কাশ্মীর পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আবারও চরমে উঠেছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে থাকলেও প্রশাসন শান্ত থাকার আহ্বান জানিয়েছে। সীমান্তে সামরিক উপস্থিতিও বাড়ানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আরও পড়ুন:
সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে ভারত
আন্তর্জাতিক মহলের উদ্বেগ
কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের নীরবতা
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.