ঢাকা:
“আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে বলে—১৭ বছর আপনারা কী করেছেন? আরে ১৭ বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে তা নরম করেছি। সেই গাছের আগায় বসে আপনারা এখন ফল খাচ্ছেন।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে এক সমাবেশে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমাদের শ্রম, ত্যাগ আর সংগ্রামের ইতিহাস ভুলে গেলে চলবে না। আজকের প্রজন্ম যে রাজনৈতিক সুবিধা পাচ্ছে, তা আমরা দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গড়ে দিয়েছি।”
মির্জা আব্বাস সরকারের সমালোচনা করে বলেন, “এই সরকার শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে, তাদের ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না। মে দিবসের চেতনা তারা ভুলে গেছে। আজ যারা ক্ষমতায়, তারা শ্রমজীবী মানুষের কষ্ট বোঝে না।”
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। বক্তারা শ্রমিক অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
আরও পড়ুন:
"শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতে ব্যর্থ সরকার" — ফখরুল
মে দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ
ন্যূনতম মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের দাবি
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.