ঢাকা:
সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হজ পারমিট (অনুমতি) ছাড়া হজ পালনে বিরত থাকার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
শুক্রবার (২ মে) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজযাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতেই এ সতর্কতা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “হজ পালনের জন্য অনুমোদিত হজ পারমিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সৌদি আরব সরকারের নির্ধারিত নীতিমালার আওতায় এটি বাধ্যতামূলক। কোনো ব্যক্তি অনুমতি ব্যতীত হজ পালনে অংশ নিলে তা সৌদি আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।”
এছাড়া সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদেরও যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অনুমতি নিয়ে হজ পালনের অনুরোধ জানানো হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজ ব্যবস্থাপনাকে অব্যাহতভাবে আধুনিক ও নিরাপদ রাখতে সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এই বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
আরও পড়ুন:
হজ প্যাকেজ-২০২৫: বিস্তারিত তথ্য ও খরচ
সৌদিতে হজ মৌসুমে নিরাপত্তা জোরদার
অনুমতি ছাড়া হজ পালন: কী শাস্তি হতে পারে?
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.