নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ৩ মে ২০২৫
হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) সকাল ৯টায় শুরু হওয়া এই সমাবেশে হাজারো নেতাকর্মী অংশ নেন।
সকাল থেকেই রাজধানীর শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বরসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন হেফাজতের নেতাকর্মীরা। শুধু ঢাকা ও চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকেও অংশ নেন সংগঠনের সদস্যরা।
সমাবেশে বক্তারা বলেন, “নারীবিষয়ক সংস্কার কমিশন মুসলিম পারিবারিক আইন ও সামাজিক রীতিনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র। এটি বাতিল করতে হবে।” তাঁরা আরও বলেন, “আমরা ইসলামবিরোধী কোনো আইনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত।”
১. নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল।
২. মুসলিম পারিবারিক আইনে হস্তক্ষেপ বন্ধ।
৩. পাঠ্যপুস্তকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিষয়বস্তু পরিহার।
৪. আলেম-ওলামাদের ওপর মামলা ও হয়রানি বন্ধ।
হেফাজতের নেতারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জনগণের ধর্মীয় মূল্যবোধ উপেক্ষা করে কোনো আইন পাশ হলে তা মেনে নেওয়া হবে না।”
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.