আন্তর্জাতিক ডেস্ক | ইসলামাবাদ | ৩ মে ২০২৫
সিন্ধু নদের পানিপ্রবাহে হস্তক্ষেপের চেষ্টা করলে ভারতের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। শুক্রবার (২ মে) জিও নিউজের জনপ্রিয় টেলিভিশন প্রোগ্রাম ‘নয়া পাকিস্তান’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন।
খাজা আসিফ বলেন, “ভারত যদি সিন্ধু নদে পানিপ্রবাহ বন্ধ করার উদ্দেশ্যে কোনো বাঁধ বা অনুরূপ স্থাপনা নির্মাণের চেষ্টা করে, তাহলে আমরা চুপ করে বসে থাকব না। আমাদের প্রতিক্রিয়া হবে সামরিক।”
তিনি আরও বলেন, “সিন্ধু নদ কেবল একটি নদী নয়, এটি আমাদের অস্তিত্বের অংশ। ভারতের কোনো একতরফা পদক্ষেপ আমাদের জন্য জীবন-মরণ ইস্যু হয়ে দাঁড়াবে।”
পাকিস্তানের এই হুঁশিয়ারির পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ে ভারতের কিছু জলসম্পদ প্রকল্প নিয়ে উদ্বেগ। পাকিস্তান বারবার অভিযোগ করে আসছে যে, ভারত আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে সিন্ধু পানি ব্যবস্থাপনায় একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে।
সিন্ধু পানি চুক্তি অনুযায়ী, ভারত ও পাকিস্তানের মধ্যে পানি বণ্টনের একটি নির্ধারিত কাঠামো রয়েছে। তবে বাস্তব প্রয়োগ নিয়ে প্রায়শই দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.