রাজনৈতিক অস্থিরতার মধ্যেই হঠাৎ সিদ্ধান্ত, নতুন নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, সানা
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মোবারক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।
বিবৃতিতে মোবারক বলেন, “জাতীয় স্বার্থ ও শান্তিপূর্ণ ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।” যদিও তিনি তাঁর পদত্যাগের নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেননি, তবে দেশটির চলমান রাজনৈতিক টানাপোড়েন এবং অভ্যন্তরীণ চাপে এ সিদ্ধান্ত এসেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের মত।
চলমান সংকটে নতুন মোড়
গত কয়েক বছর ধরে ইয়েমেন হুতি বিদ্রোহীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে জর্জরিত। এ ছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য, দুর্নীতি এবং জনদুর্ভোগের চাপে মোবারকের নেতৃত্বে সরকার সমালোচনার মুখে পড়ে।
প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশটিতে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেনশিয়াল কাউন্সিলের এক মুখপাত্র। তবে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আহ্বান জানিয়েছে, এ পরিস্থিতিতে ইয়েমেন যেন সহিংসতা নয়, বরং শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান বেছে নেয়।
বিশ্লেষকদের মতে, মোবারকের পদত্যাগ নতুন রাজনৈতিক সমঝোতার পথ খুলে দিতে পারে, তবে এর ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ শান্তি ও স্থিতিশীলতা।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.