বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা পাল্টাপাল্টি সিদ্ধান্ত, সম্পর্ক আরও তলানিতে
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ইসলামাবাদ/নয়াদিল্লি
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে।
ঘটনার পরপরই ভারত সরকার পাকিস্তানি পতাকাবাহী জাহাজের জন্য দেশটির বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। এরই জবাবে শনিবার পাকিস্তান সরকার পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় জাহাজসমূহের পাকিস্তানি বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। খবর প্রকাশ করেছে পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক দ্য ডন।
পাকিস্তানের বিবৃতি
পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, "জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় জাহাজসমূহ আগামী ঘোষণা না দেওয়া পর্যন্ত পাকিস্তানের কোনো বন্দর ব্যবহার করতে পারবে না।"
ভারতের প্রতিক্রিয়া
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে নীতি নির্ধারকদের মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ঘটনার পটভূমি
গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় পর্যটকদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে চালানো হয় অতর্কিত গুলিবর্ষণ ও গ্রেনেড হামলা। এতে অন্তত ২৬ জন পর্যটক নিহত হন এবং বহু আহত হন। ভারত সরকার এ হামলার পেছনে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে।
আন্তর্জাতিক উদ্বেগ
এই পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার কারণে আঞ্চলিক বাণিজ্য ও স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দুই দেশের প্রতি উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।
বিশ্লেষকদের মত
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এমন পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় বিদ্যমান ভঙ্গুর সম্পর্ককে আরও বিপজ্জনক করে তুলতে পারে। উভয় দেশের উচিত সংলাপের মাধ্যমে উত্তেজনা নিরসনের পথ খোঁজা।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.