স্টাফ রিপোর্টার | ফরিদপুর | ০৫ মে ২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কুদ্দুছ মোল্লা (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
রবিবার (৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের দবির মাতুব্বর (৬৫) ও বজলু মুন্সী (৬০) পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি একটি জমি নিয়ে বিরোধ নতুন করে উত্তেজনার সৃষ্টি করে। এর জের ধরেই রবিবার রাতে দুই পক্ষের শত শত লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র, ঢাল, সড়কি, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায়।
প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে এলাকার পরিবেশ থমথমে হয়ে ওঠে। সংঘর্ষে কুদ্দুছ মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। এ সময় উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হন।
ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হান্নান বলেন, “সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানায় পুলিশ। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় টহল জোরদার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.