নিজস্ব প্রতিবেদক | কুষ্টিয়া | ০৫ মে ২০২৫
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রবিবার (৪ মে) রাত সোয়া ১০টার দিকে জিয়া মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝালচত্বর এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রব্বানী, তানভীর মন্ডল, সাজ্জাতুল্লাহ শেখসহ প্রায় অর্ধ শতাধিক সাধারণ শিক্ষার্থী।
এছাড়াও সংহতি প্রকাশ করে ‘জাস্টিস ফর জুলাই’ আন্দোলনের আহ্বায়ক নাহিদ হাসানসহ আরও কয়েকজন শিক্ষার্থী মিছিলে অংশ নেন।
সমাবেশে সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, “বর্তমানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ব্যক্তি টার্গেট করে হামলা করছে। এই রাজনৈতিক সহিংসতা দেশের জন্য হুমকিস্বরূপ। আমাদের একমাত্র দাবি—হাসিনার নেতৃত্বে যে লীগ হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের অবশ্যই নিষিদ্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “ইন্টেরিম সরকারের প্রধান দায়িত্ব ছিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার ও নিষিদ্ধ করা। কিন্তু তারা এখনও দায়মুক্তভাবে সহিংসতা চালিয়ে যাচ্ছে।”
বক্তারা হামলার দ্রুত তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে দৃঢ় পদক্ষেপের আহ্বান জানান।
প্রশাসনের প্রতিক্রিয়া:
ইবি প্রক্টর প্রফেসর ড. রেজাউল করিম বলেন, “ছাত্ররা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মতপ্রকাশের অধিকারকে সম্মান করে। তবে যেকোনো ধরনের সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে।”
রাজনৈতিক প্রতিক্রিয়া:
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলী হোসেন বলেন, “আমরা হামলার বিরুদ্ধে নই, তবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যাচারনির্ভর বক্তব্যের প্রতিবাদ জানাই। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তোলে, তাদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা।”
পরবর্তী কর্মসূচি:
সমাবেশ শেষে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি ও মানববন্ধনের ঘোষণা দেয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.