ঢাকাFriday , 19 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনই স্বাভাবিক করবে দেশের পরিস্থিতি: শামসুজ্জামান দুদু

দৈনিক আশুলিয়া
September 19, 2025 4:14 pm
Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশ: ০৪:১৩, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রতীকী যুবসমাবেশে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত এ সমাবেশে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুদু বলেন,

“বিএনপি মনে করে নির্বাচনই দেশের পরিস্থিতি স্বাভাবিক করবে। এ নির্বাচনের মাধ্যমে জনগণকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।”

তিনি অভিযোগ করে বলেন,

“বাংলাদেশের মতো কোনো গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এত মামলার মুখোমুখি হননি। সব আত্মত্যাগ হয়েছে একটি সুষ্ঠু নির্বাচনের আশায়।”

আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি আরও বলেন,

“ভারতে বসে পতিত আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে বাংলাদেশের মানুষ এইসব ষড়যন্ত্র রুখে দেবে।”