📰 দৈনিক আশুলিয়া
আপডেট: ১২:০০, সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া উচিত বলে মত দিয়েছেন দেশের ৮৬ দশমিক ৫ শতাংশ ভোটার। পাশাপাশি নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন ৯৪ দশমিক ৩ শতাংশ ভোটার।
বেসরকারি সংস্থা ইনোভেশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, রাউন্ড-১’-এর ফলাফলে এ তথ্য উঠে এসেছে। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে এক গোলটেবিল বৈঠকে এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
ইনোভেশন কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও জরিপের প্রধান সমন্বয়ক মো. রুবাইয়াত সরোয়ার ফলাফল উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম।
জরিপের প্রধান ফলাফল
-
অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতা: ৭৮ দশমিক ৭ শতাংশ অংশগ্রহণকারী সরকারের কার্যক্রমকে ‘ভালো’ বা ‘মধ্যম মানের’ বলেছেন। তবে তরুণ, শিক্ষিত ও নগরবাসীর মধ্যে সন্তুষ্টির হার তুলনামূলক কম।
-
নির্বাচন ও নিরাপত্তা: ৬৯ দশমিক ৯ শতাংশ বিশ্বাস করেন অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম। ৭৭ দশমিক ৫ শতাংশ মনে করেন তারা নিরাপদে ভোট দিতে পারবেন।
-
আইনশৃঙ্খলা: ৫৬ দশমিক ৬ শতাংশ নাগরিক মনে করেন গত ছয় মাসে চাঁদাবাজি বেড়েছে। নগর এলাকায় বসবাসকারী তরুণদের মধ্যে এ উদ্বেগ বেশি।
-
নির্বাচনের সময়সূচি: ৮৬ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন। তবে শিক্ষার্থী ও কিছু পেশাজীবীর মধ্যে সময়সূচি নিয়ে আপত্তি তুলনামূলক বেশি।
-
নির্বাচনি সংস্কার: সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি সম্পর্কে ৫৬ শতাংশ নাগরিক অবগত নন। তবে যারা জানেন, তাদের মধ্যে সমর্থন বেশি। তরুণ ও শিক্ষিত ভোটারদের মধ্যে এ সচেতনতা তুলনামূলক বেশি।
গোলটেবিল বৈঠকে রাজনৈতিক বিশ্লেষক ড. সাইমুম পারভেজ, বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রশনা ইমাম ও ব্রেইনের নির্বাহী পরিচালক শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “ত্রয়োদশ সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে কি না, সে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কম বক্তব্য দেওয়াই শ্রেয়।”
তিনি আরও বলেন, “দেশের প্রায় ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চায়—এটি অত্যন্ত ইতিবাচক বার্তা। সবাই অংশ নিলে নির্বাচন ভালো হতে বাধ্য।”