নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) কাতারের রাজধানী দোহা থেকে যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে।
মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে কাতারের আমিরের দেওয়া এ বিশেষ বিমানটি দোহা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় রেখে কাতারের আমিরের সৌজন্যে বিশেষভাবে এ বিমানটি ব্যবস্থাপনা করা হয়। দীর্ঘমেয়াদী চিকিৎসা শেষে তিনি বর্তমানে দেশে ফেরার পথে রয়েছেন।
উল্লেখ্য, চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরেই বিদেশে অবস্থান করছিলেন বিএনপি চেয়ারপারসন। তাঁর দেশে ফেরা ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.