দৈনিক আশুলিয়া প্রতিবেদক
ঢাকা, বুধবার: স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আহত ও শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের মাটিতে কোনোভাবেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।
আজ (বুধবার) দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “বাংলাদেশের গণতন্ত্রপন্থী জনগণ আজও স্বৈরাচারবিরোধী আন্দোলনের চেতনাকে বুকে ধারণ করে আছে। আমরা দেশের মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় অটল। যারা স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, যারা মানুষের অধিকার কেড়ে নিতে চায়—তাদের বিরুদ্ধে দেশজুড়ে আবারও গণঅভ্যুত্থান গড়ে তোলা হবে।”
তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। শহীদদের আত্মত্যাগকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘গণতন্ত্রের মুক্তি চাই’ ও ‘দেশনেত্রীর মুক্তি চাই’ শ্লোগান দেন।
রিজভী সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দিতে হবে। অন্যথায় দেশের মানুষ রাজপথে নেমে আসবে এবং সরকারকে পতনের মুখে ঠেলে দেবে।