যুক্তরাজ্যে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সকালে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী বিশেষ বিমানটি সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে জানা গেছে।
বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার আগমনে তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর এলাকায় দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত থাকবেন। ফলে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে যানজটের আশঙ্কা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এমন পরিস্থিতি সামাল দিতে আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দিয়েছে সেতু বিভাগ। এই সময়ের মধ্যে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী প্রতিটি যানবাহনকে ২০ টাকা করে টোল দিতে হবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক এ এইচ এম সাখাওয়াত আখতার বলেন, “ডিএমপির অনুরোধে বিশেষ পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একান্তই সাময়িক ব্যবস্থা।”
সেতু বিভাগ জানায়, খালেদা জিয়ার বহনকারী গাড়িবহর এক্সপ্রেসওয়ে ব্যবহার না করে নিচের রাস্তা দিয়ে গুলশানে যাবে। অতিরিক্ত যানবাহনের চাপে যাতে মূল সড়কে দুর্ভোগ না বাড়ে, সে লক্ষ্যেই এক্সপ্রেসওয়ে ব্যবহারে কিছুটা শিথিলতা আনা হয়েছে।
উল্লেখ্য, সোমবার কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে দেশে ফেরার উদ্দেশে রওনা দেন বিএনপি নেত্রী। তার আগমনকে কেন্দ্র করে ঢাকায় রাজনৈতিক উত্তেজনা ও ভিড়ের আশঙ্কা রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.