ঢাকাSaturday , 27 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল, পাঁচ দফা দাবির প্রতি সমর্থন ঘোষণা

দৈনিক আশুলিয়া
September 27, 2025 10:21 am
Link Copied!

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।

এ সময় স্থানীয় জনতার ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাম্প্রতিক সময়ে কোম্পানীগঞ্জে এমন বৃহৎ মিছিল দেখা যায়নি।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও নোয়াখালী-৫ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন। এছাড়া বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মিজানুর রহমানসহ দলীয় নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন ছাড়া বিকল্প নেই। তারা পাঁচ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে দেশে ন্যায়ভিত্তিক শাসন ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।