ঢাকাMonday , 29 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাভারে ২ জনের লাশ উদ্ধার ও আশুলিয়ায় গুলি করে আতঙ্ক সৃষ্টি করেছে ছাত্রলীগ সন্ত্রাসীরা!

দৈনিক আশুলিয়া
September 29, 2025 8:43 am
Link Copied!

হেলাল শেখঃ ঢাকার সাভার হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক ও বেড়িবাঁধ পৃথক এলাকা থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ‍্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আবু হানিফ। তিনি বরিশাল জেলার নাজিরপুর থানার মুলাদী গ্রামের মৃত হারুন শেখের ছেলে। এদিকে রাত ১১টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকায় গুলি করে আতঙ্ক সৃষ্টি করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীরা।

রবিবার (২৮ সেপ্টেম্বর২০২৫ইং) দুপুরে সাভার হাইওয়ে থানা এলাকা ও সকালে বিরুলিয়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। দুজনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হাইওয়ে থানার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে থানায় খবর দিলে পুলিশ সেখানে পৌঁছে ওই বস্তা খুলে ২১বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ দেখতে পায়। সেটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

অপরদিকে, গতকাল দুপুরে আবু হানিফ নামের ওই ব‍্যক্তি মোহাম্মদপুরের নিজ ভাড়া বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। রবিবার সকালে বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা হবে। অন্যদিকে রাত ১১ টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকায় কয়েক রাউন্ড গুলি করে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীরা এমনটি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উক্ত বিষয়ে তদন্ত করছেন।