আশুলিয়া প্রতিনিধি:
দীর্ঘদিন ধরে আশুলিয়ার জামগড়া, ভাদাইল ও রূপায়ন এলাকায় কুখ্যাত কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ীরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। স্থানীয়দের অভিযোগ সত্ত্বেও তারা এতদিন আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে ছিল।
অদ্য রবিবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) রাতভর জামগড়া আর্মি ক্যাম্প বিশেষ অভিযান পরিচালনা করে। আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল ও বটতলা রূপায়ন এলাকায় পাঁচ দফা অভিযানে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন, কুখ্যাত মাদক ব্যবসায়ী সোনা মিয়া এবং তাদের সহযোগী চারজনসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১) ইয়ার হোসেন (২০), কিশোর গ্যাং সদস্য ও ছিনতাইকারী, রূপায়ন এলাকা।
২) সোনা মিয়া (৪৫), মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী, জামগড়া।
৩) আশরাফুল (১৮), কিশোর গ্যাং সদস্য ও ছিনতাইকারী, জামগড়া।
৪) বড় বাবু (১৯), কিশোর গ্যাং সদস্য ও ছিনতাইকারী, জামগড়া।
৫) ছোট বাবু (১৭), কিশোর গ্যাং সদস্য ও ছিনতাইকারী, জামগড়া।
৬) আকাশ (১৮), কিশোর গ্যাং সদস্য ও ছিনতাইকারী, জামগড়া।
তাদের জবানবন্দি অনুযায়ী, তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার, মাদক ব্যবসা, অনলাইন বেটিং, চাঁদাবাজি ও কিশোর গ্যাং কার্যক্রমে জড়িত ছিল।
উদ্ধারকৃত সরঞ্জামাদি:
দেশীয় অস্ত্র: ১৬টি
কাঁচি ও ধারালো অস্ত্র: ৫টি
গাঁজা: ৫ পট
মোবাইল ফোন: ৮টি
মোবাইল সিম: ৪৮টি
গ্রেফতার অভিযানে বিপুল দেশীয় অস্ত্র, মাদক, মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে আটককৃতদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে কুখ্যাত সন্ত্রাসী ইয়ার হোসেন ও তার সহযোগীদের গ্রেফতারের পর জামগড়া এলাকায় স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন পর তারা স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন।